![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/ramjan-cover-20250206100215.jpg)
রোজার পণ্যে ভরপুর বাজারে দামও কম
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১
এবার আগেভাগেই দেশের দ্বিতীয় বৃহৎ পাইকারি ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে রমজানের পণ্যে ভরপুর। শুধু জানুয়ারি মাসেই যে পরিমাণ আমদানি হয়েছে তা দিয়ে অনেকটা সামাল দেওয়া যাবে রোজার মাসের চাহিদা। আগের ছয় মাসেও আমদানি হয়েছে যথেষ্ট। ফেব্রুয়ারিতে খালাসের অপেক্ষায় আছে চিনি, ছোলা, ডাল, তেল, খেজুরসহ বিভিন্ন পণ্যের আরও বড় বড় চালান। ফলে বাজারে দামও গতবছরের তুলনায় কম।
রমজানের অন্যতম অনুষঙ্গ ছোলা। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি ২০২৫ সালের শুধু জানুয়ারি মাসেই ছোলা খালাস হয়েছে ৯৭ হাজার ১৮১ টন। অথচ পুরো রমজানে দেশে ছোলার চাহিদা রয়েছে এক লাখ টনের মতো। ২০২৪ সালের জানুয়ারি মাসে খালাস হয়েছিল ৬৬ হাজার ৪০ টন ছোলা।