গ্রীষ্মে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিংয়ের আভাস বিদ্যুৎ উপদেষ্টার
চাহিদা ও উৎপাদন ঘাটতির ফারাকে আসন্ন গরমের মওসুমে সর্বোচ্চ ১৪০০ মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং হতে পারে বলে আভাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
তবে ওই সময়ে সারাদেশের এসিগুলো ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখার চর্চা করা গেলে তেমন লোডশেডিং দিতে হবে না বলেও মনে করেন উপদেষ্টা।
অতীতের ধারাবাহিকতায় এবার গ্রীষ্ম বা গরমের মওসুমে সর্বোচ্চ ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বছরও গরমের তীব্রতা বেড়ে যাওয়ার সময়ে দুই থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি বা লোডশেডিং হয়েছিল। উৎপাদন উঠেছিল ১৬ হাজার মেগাওয়াটের কিছুটা বেশি।
২০২৪ সালের ৩০ এপ্রিল ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা গিয়েছিল। অবশ্য এটা সাময়িক হিসাব; অধিকাংশ সময় উৎপাদন ছিল ১৫ হাজার মেগাওয়াটের আশপাশে।
বুধবার বিদ্যুৎ ভবনে আসন্ন রোজার মাস ও সেচ মওসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা হয়।