ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ, ভাঙচুর

প্রথম আলো ধানমন্ডি ৩২ নম্বর প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩২

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে বিক্ষোভ ও ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র–জনতা।


আজ বুধবার রাত আটটার দিকে এ বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে ভাঙচুর করেন।


এ প্রতিবেদন লেখার সময় ৩২ নম্বর এলাকায় বিপুলসংখ্যক বিক্ষোভকারী মিছিল করছিলেন এবং স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।


কয়েক শ মানুষ বাড়ির ভেতরের প্রবেশ করে যে যেভাবে পারছেন বাড়ির বিভিন্ন অংশ ভাঙার চেষ্টা করছেন। আর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার দাবি জানিয়ে বাড়ির বাইরে স্লোগান দিচ্ছেন কয়েক শ মানুষ।


এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিলের’ কর্মসূচির ডাক দেয় ‘২৪-এর বিপ্লবী ছাত্র–জনতা’। পাশাপাশি ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ঘোষণাও করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও