‘ডিসহাইড্রোটিক এক্সিমা’ নিরাময়ের কার্যকর পদ্ধতি
ত্বকের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হলে সাধারণত শুষ্ক ও ফাটা ভাব বা চুলকানি দেখা দেয়।
এই সমস্যার সাথে আঙ্গুলের পাশে ছোট পানিযুক্ত ফুসকুড়ি উঠলে, সেটাকে বলে ‘ডিসহাইড্রোটিক এক্সিমা’। আর বেশিরভাগ সময় এই সমস্যা হাতেই দেখা দেয়।
হার্ভার্ড হেল্থ পাবলিশিং’য়ে প্রকাশিত প্রতিবেদনে এই বিষয়ে মার্কিন চিকিৎসক ও কসমেটিক সার্জারিতে অভিজ্ঞ ডা. জেনিফার ফিশার বলেন, “ত্বকের এই সমস্যা ‘পমফোলিক্স’ নামেও পরিচিত। যাদের চুলকানি যুক্ত ত্বকের সমস্যা রয়েছে তাদের এই পানিযুক্ত ছোট ফুসকুড়ির মতো দানা উঠতে পারে।”
ডিসহাইড্রোটিক এক্সিমা’র লক্ষণ
সমস্যা দেখা দিতে পারে হাত, তালু কিংবা পায়ের পাতাতে, আঙ্গুলের পাশে বা আগায় মাঝেমধ্যে দেহের দুপাশে। লক্ষণের মধ্যে রয়েছে:
- পানিযুক্ত ছোট দানা ওঠা
- ফুসকুড়ি
- অতিরিক্ত চুলকানি
- পানিযু্ক্ত দানা ফেটে গেলে চামড়া ওঠে এবং ত্বকের রং পরিবর্তন হয়
- এই ধরনের লক্ষণ হঠাৎ করেই দেখা দিতে পারে।
যে কারণে হয়
যদিও নির্দিষ্ট কারণ নেই। তবে যাদের এক্সিমা বা চুলকানি যুক্ত ত্বকের সমস্যা রয়েছে তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ত্বকের সমস্যা