মোহাম্মদপুরে লাথি মেরে মেরে বিড়াল হত্যা, যুবকের বিরুদ্ধে মামলা
রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় লাথি মেরে মেরে বিড়াল হত্যার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
প্রাণীদের কল্যাণে কাজ করা অলাভজনক সংস্থা দ্য পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে মামলাটি দায়ের করেন।
আকবর হোসেন শিবলু নামে এক যুবককে মামলায় আসামি করা হয়েছে।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন।
অভিযোগে নাফিসা বলেন, মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা মাসুর তাদের জানান, গত ১ ফেব্রুয়ারি তার পোষা বিড়ালটি নিখোঁজ হয়।