বিশ্বখ্যাত দানবীর আগা খানের জীবনাবসান
ডেইলি স্টার
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬
বিশ্বখ্যাত দানবীর আগা খান ৮৮ বছর বয়সে লিসবনে মারা গেছেন বলে জানিয়েছে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
রয়টার্স বলছে, তার মনোনীত উত্তরসূরির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক।
বিশ্বের দেড় কোটি ইসমাইলি মুসলিমের ৪৯তম বংশানুক্রমিক ইমাম বা আধ্যাত্মিক নেতা ছিলেন আগা খান।
প্রিন্স শাহ করিম আল হুসেইনি আগা খান ১৯৩৬ সালের ১৩ ডিসেম্বর জেনেভায় সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন এবং কেনিয়ার নাইরোবিতে তার শৈশব কাটে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মৃত্যু
- শোক সংবাদ
- আগা খান