যে বাবা কিনতে চেয়েছিলেন শামীম আরা নীপাকে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২১
‘এমন গুণী মেয়ে কোন বাজারে কিনতে পাওয়া যায়, আমি কিনতে চাই’, শামীম আরা নীপার মায়ের হাত ধরে কথাটি বলেছিলেন এক বাবা। সারাটা জীবন সেই প্রশংসাসূচক কথাটি মাথায় তুলে রেখেছেন খ্যাতিমান এই নৃত্যশিল্পী। সেই বাবার নাম ফাদার মারিনো রিগন।
আশির দশকে বাংলাদেশ থেকে ৪০ জনের একটি সাংস্কৃতিক দল গিয়েছিল ইতালিতে। সেই দলে ছিলেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা। ওই সাংস্কৃতিক সফরের আয়োজন করেছিলেন মুক্তিযোদ্ধা, সাহিত্যিক-অনুবাদক ফাদার মারিনো রিগন। পরে বেশ কয়েকবার ফাদারের অতিথি হয়ে সাংস্কৃতিক প্রযোজনা নিয়ে দেশটিতে গিয়েছিলেন নীপা। সেসব স্মৃতি সম্প্রতি ফিরে এসেছে শিল্পীর বয়ানে।