বিপিএল ফাইনালে বরিশালের সামনে চিটাগাং নাকি খুলনা
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৩
খুলনা টাইগার্স না চিটাগং কিংস? ফাইনালে ফরচুন বরিশালের সঙ্গী হবে কোন দল? এই প্রশ্নের উত্তর মিলবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া খুলনা-চিটাগং দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে। প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে হারা চিটাগংয়ের সামনে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ অপেক্ষা করছে।
অন্যদিকে রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমিনেটর জিতে আসা খুলনা রাউন্ড রবিন লিগের শেষ কয়েক ম্যাচ থেকেই ‘নকআউট’ খেলে আসছে। এই আত্মবিশ্বাস আজও সঙ্গী হওয়ার কথা দলটির।