![](https://media.priyo.com/img/500x/https://static.bonikbarta.com/original_images/parcel.jpg)
চীন ও হংকং থেকে পার্সেল গ্রহণ বন্ধ করল যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ
বণিক বার্তা
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১২
চীন ও হংকং থেকে সাময়িকভাবে পার্সেল গ্রহণ বন্ধ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ (ইউএসপিএস)। তবে সংস্থার ওয়েবসাইটে দেয়া এক বিবৃতি অনুযায়ী, চিঠিপত্রের ওপর এই নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলবে না। খবর বিবিসি।
ইউএসপিএস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। তবে তারা এই সিদ্ধান্তের কারণ উল্লেখ করেনি।
এই সিদ্ধান্ত এলো এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।
ট্রাম্পের নির্বাহী আদেশের মাধ্যমে একটি বিশেষ কর-মওকুফ ব্যবস্থা বাতিল করা হয়েছে, যা আগে ৮০০ ডলার (প্রায় ৪৭৪ ব্রিটিশ পাউন্ড) বা তার কম মূল্যের পণ্যগুলোর জন্য শুল্ক ও নির্দিষ্ট কিছু কর পরিশোধে ছাড় দিত।