নেটফ্লিক্সে আসছে আরিয়ান খানের শো
বণিক বার্তা
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮
শাহরুখ খান শট দিচ্ছেন। তাকে বারবার থামানো হচ্ছে। দেখা গেল, ক্যামেরার পেছনে আছেন আরিয়ান খান। এমনই টিজার বানানো হয়েছে আরিয়ানের শোর জন্য। রেড চিলিজের প্রযোজনায় শোটি প্রচার হবে নেটফ্লিক্সে। প্লাটফর্মটি জানিয়েছে, একজন উচ্চাভিলাষী যুবকের গল্প দেখানো হবে শোয়ে। এটি ডিজাইন করেছেন আরিয়ান খান, বিলাল সিদ্দিকী ও মানব চৌহান।
- ট্যাগ:
- বিনোদন
- টিভি শো
- আরিয়ান খান