বোরো মৌসুমের আগে কৃষিঋণ বিতরণ কমেছে ১৪ শতাংশের বেশি
দুটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের উৎপাদন। বোরোয় এ ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশা করছিলেন সংশ্লিষ্টরা। এজন্য কৃষি খাতে সহজ শর্তে সুলভ ঋণের প্রবাহ বাড়ানোর ওপর জোর দেয়া হচ্ছিল বেশি। যদিও বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, বোরো মৌসুমের আগে দেশের কৃষি খাতে ঋণের প্রবাহ হ্রাস পেয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দেশের কৃষি খাতে ঋণ বিতরণ কমেছে ১৪ শতাংশের বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ব্যাংকগুলো চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত ঋণ বিতরণ করতে পেরেছে ১৩ হাজার ৮১ কোটি টাকা। যেখানে গত অর্থবছরের একই সময়ে কৃষি খাতে মোট ঋণ বিতরণের পরিমাণ ছিল ১৫ হাজার ২৮০ কোটি ১২ লাখ টাকা। এ অনুযায়ী, অর্থবছরের প্রথম পাঁচ মাসে কৃষি খাতে ঋণ বিতরণ কমেছে ১৪ দশমিক ৩৯ শতাংশ। সব মিলিয়ে চলতি অর্থবছরে দেশের কৃষি খাতে মোট ৩৮ হাজার কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। বিতরণ কমলেও অর্থবছরের প্রথম পাঁচ মাসে কৃষি খাত থেকে ঋণ আদায় বেড়েছে। এর সঙ্গে সঙ্গে খেলাপির হারও কৃষি খাতেই সর্বনিম্ন।