You have reached your daily news limit

Please log in to continue


এক চার্জে ৩২০ কিলোমিটার চলবে ই-স্কুটার

ই-স্কুটারের জগতে ওলা বেশ পরিচিত নাম। এবার ইলেক্ট্রিক স্কুটারের দুনিয়ায় বিরাট চমক ওলার। জেনারেশন ৩ রেঞ্জের নতুন স্কুটার বাজারে নিয়ে এলো এই সংস্থা। নতুন সিরিজের এই স্কুটারের বিশেষত্ব হলো একবার চার্জে এটি ৩২০ কিলোমিটার পর্যন্ত ছুটবে। জেনারেশন ৩ সিরিজে ওলার নতুন স্কুটারগুলো হলো ওলা এস১ প্রো, ওলা এস১ প্রো প্লাস, ওলা এস১ এক্স, ওলা এস১ এক্স প্লাস।

আগের স্কুটারগুলোতে যেখানে হাব মোটর ব্যবহার করা হত সেখানে এই সিরিজের স্কুটারে থাকছে মিড ড্রাইভ মোটর এবং ইন্টিগ্রেটেড মোটর কন্ট্রোল ইউনিট। এছাড়া এতে থাকছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। এর মধ্যে এস১ প্রো প্লাস স্কুটারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার। একবার চার্জ দেওয়া হলে ৩২০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে স্কুটিটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন