দেশের বাজারে রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ ও রেডমি ওয়াচ ৫ লাইট
www.techtrendbd.com
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৮
গ্লোবাল টেক জায়ান্ট শাওমি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তাদের নতুন দুইটি স্মার্টওয়াচ – শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ এবং শাওমি রেডমি ওয়াচ ৫ লাইট। এই স্মার্টওয়াচ দুটি আধুনিক ফিচার, নান্দনিক ডিজাইন এবং সাশ্রয়ী মূল্যের এক দারুণ সমন্বয়। তরুণদের গতিশীল জীবনধারার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই ডিভাইসগুলো, যা ফ্যাশন ও ব্যবহারিক সুবিধার মধ্যে চমৎকার ভারসাম্য বজায় রেখেছে। বাংলাদেশের শাওমি ফ্যানদের জন্য এই স্মার্টওয়াচ দুটি সবসময় কানেক্টেড ও অ্যাক্টিভ থাকার নতুন সুযোগ এনে দিয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টওয়াচ