উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি গণঅধিকার পরিষদের
জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কার্যকর সংস্কার করে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ পাঁচ দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবির কথা জানান দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। এ ছাড়া আগামীকাল বুধবার ৬৪ জেলায় বিক্ষোভ সমাবেশ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ারও ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলটি।
সংবাদ সম্মেলনে একটি লিখিত বক্তব্যে রাশেদ খান উল্লেখ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা সারা দেশে গুপ্ত হামলা, ঝটিকা মিছিল ও গণসংযোগ শুরু করেছে। ছাত্র-জনতা-নাগরিক অভ্যুত্থানের সরকারকে উৎখাত করতে দেশব্যাপী নাশকতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশে তারা হরতাল-অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে।
- ট্যাগ:
- রাজনীতি
- উপদেষ্টা পরিষদ
- গণ অধিকার পরিষদ