
আওয়ামী লীগের লিফলেট বিলির ‘মাস্টারমাইন্ড’ সন্দেহে জেলা পরিষদের সাবেক সদস্যকে পেটাল যুবদল
প্রথম আলো
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৯
রাজশাহীর বাগমারা উপজেলায় আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাতের বেলায় লিফলেট বিতরণ করা হয়েছে। এ ঘটনায় উপজেলার নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু বাক্কারসহ (৩৬) পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে তিন শতাধিক প্রচারপত্র জব্দ করা হয়েছে।
এদিকে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে উপজেলা সদরে জাতীয়তাবাদী যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ শেষে জেলা পরিষদের সাবেক সদস্য আবু জাফরকে (৫১) পিটিয়ে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে। রাতের বেলায় আওয়ামী লীগের ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ ঠেকানোর জন্য বিএনপির উদ্যোগে টহলের ব্যবস্থা করা হয়েছে।