যেখানে শুরু করেছিলেন, সেখানেই ইতি টানবেন করুনারত্নে
শততম ম্যাচ খেলে এক যুগের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন দিমুথ করুনারত্নে। এই সংস্করণে শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটারের অভিষেক হয়েছিল গলে নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০২১ সালের নভেম্বরে। সেই একই ভেন্যুতে মাইলফলক ছোঁয়া টেস্ট দিয়ে অবসর নেবেন তিনি।
আগামী বৃহস্পতিবার দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এটি হতে যাচ্ছে ৩৬ পেরিয়ে যাওয়া করুনারত্নের টেস্ট ক্যারিয়ারের ১০০তম ও শেষ ম্যাচ।
বিদায়ী বার্তায় মঙ্গলবার ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে করুনারত্নে বলেছেন, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী চক্রে তিন বা চারজন নতুন খেলোয়াড়ের আসার সুযোগ রয়েছে, তাই সরে যাওয়ার জন্য এটাই সঠিক সময়। তাছাড়া, এই ম্যাচটি অনুষ্ঠিত হবে গলে, যেখানে আমার অভিষেক হয়েছিল। তো সেখানে শেষ করতে পারাটা চমৎকার ব্যাপার হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পরই আমি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) বলেছি যে, পরের টেস্টটি হবে আমার শেষ।'