You have reached your daily news limit

Please log in to continue


রোনালদোই ইতিহাসের সেরা...কে বলছেন, রোনালদো

সর্বকালের সেরা ফুটবলার কে—এ প্রশ্ন বহু পুরোনো। এ তর্কবিতর্ক ও কথার লড়াই চলে আসছে সেই আদিকাল থেকে। একসময় তর্ক হতো—পেলে, নাকি ডিয়েগো ম্যারাডোনা সর্বকালের সেরা। এরপর লম্বা সময় এ বিতর্ক আটকে ছিল লিওনেল মেসি, নাকি ক্রিস্টিয়ানো রোনালদো প্রশ্নে।

মেসির হাত ধরে ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর অনেকেই এ বিতর্কের ইতি টেনেছেন এবং সর্বকালের সেরার তকমাটা মেসির পিঠে সেঁটে দিয়েছেন। যদিও রোনালদো-ভক্তরা এ বিষয়ে কখনোই একমত হতে পারেননি, রোনালদো নিজেও নন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন