লারিসাকে নিয়ে নতুন গুঞ্জনে শাহরুখের ছেলে আরিয়ান
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৭
শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পেছনেও তার বাবার মতো সাংবাদিকরা লেগে থাকেন। তার পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সব কিছু নিয়েই গণমাধ্যমে চলে চুলচেরা বিশ্লেষণ। দিনের পর দিন সিনেমার পর্দায় যিনি দর্শকদের ‘রোম্যান্স’র শিক্ষা দিয়েছেন, তার ছেলে কার প্রেমে পড়েছেন, তা নিয়ে সবার কৌতূহল থাকাটাই স্বাভাবিক।
বিভিন্ন সময় বলিউডের অনেক সুন্দরীর সঙ্গে আরিয়ানের নাম জড়িয়েছে। সেই তালিকায় কখনো উঠে এসেছেন নোরা ফাতেহি, কখনো জড়িয়েছে অনন্যা পাণ্ডের নাম। দুয়েকবার উঠে এসেছে অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দার নামও।