মিষ্টি থেকে মন সরিয়ে আনবে যে ৫ খাবার
প্রথম আলো
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০২
কারণে হোক বা অকারণে মিষ্টি দেখলেই খেতে ইচ্ছে করে। তার জন্য আবার কত অজুহাত, ভাত খেয়েছি, একটু মিষ্টি খাওয়া দরকার। সুখবর পেলাম, তাই মিষ্টি নিয়ে এলাম। আরে একটাই তো খাচ্ছি! মাসে একবার খেলে তা-ও মেনে নেওয়া যায়। মিষ্টিমুখ যদি করতে ইচ্ছা করে প্রতিদিন, তখনই সমস্যা। সমাধানও আছে। জেনে নেওয়া যাক।
- ট্যাগ:
- লাইফ
- মিষ্টি খাবার