মানসম্মত শিক্ষার দাবি উঠছে না কেন
গত বছরের জুলাইয়ের পর থেকেই ছাত্রসমাজকে দেখছি বিভিন্ন অসংগতির বিরুদ্ধে সোচ্চার। পৃথিবীর সব দেশেই ছাত্র বা তরুণসমাজ কোনো অন্যায়-অবিচার বা বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়, এটাই স্বাভাবিক। কোটা সংস্কারের দাবি ছিল যৌক্তিক। এই যৌক্তিক দাবির পক্ষে জুলাই মাসে দেশের ছাত্রসমাজ যে আন্দোলনের ডাক দিয়েছিল, সেই আন্দোলনে সাড়া দিয়েছিল সর্বস্তরের মানুষ। দাবি আদায় হয়েছে, আন্দোলনের বিজয় হয়েছে, ছাত্রদের বিজয় হয়েছে। এই বিজয়কে সুসংহত করার জন্য প্রথম থেকেই উচিত ছিল মানসম্মত শিক্ষাব্যবস্থার দাবি তোলা।