
প্রেক্ষাগৃহে নয়, শর্টফিল্ম আকারে বঙ্গতে আসছে ‘জীবন জুয়া’
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬
মানুষের জীবনের উত্থান-পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’, ‘প্রিয় প্রাক্তন’ ও ‘ফিল্ম কানন’ এই তিন গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শেখ নওয়িদ রাশিদ। তবে অ্যানথোলজি নয়, তিনটি ভিন্ন শর্টফিল্ম হিসেবে দেখা যাবে গল্পগুলো।
ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে শর্টফিল্ম তিনটি। শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি খোয়াব মুক্তি দিয়ে। আবুল খায়ের চাঁদের পরিচালনায় এতে অভিনয় করেছেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি। এবারই প্রথম পর্দায় জুটি বাঁধলেন তাঁরা। ববি অভিনয় করেছেন একজন চিত্রনায়িকার চরিত্রে। আদর আজাদ অভিনয় করেছেন নায়িকার মেকআপম্যানের সহকারীর চরিত্রে। ক্রাইম থ্রিলার গল্পে নির্মিত হয়েছে খোয়াব। এতে আরও আছেন সুমন আনোয়ার, সাঞ্জু জন প্রমুখ।