বিদেশি ক্রিকেটার আনার হিড়িকে নেই মিঠুনের চিটাগং
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭
বিপিএলে প্লে অফে ওঠা দলগুলোতে বিদেশি ক্রিকেটার আনার হিড়িক পড়ে গেছে। ফরচুন বরিশালে জিমি নিশাম, খুলনা টাইগার্সে জেসন হোল্ডার ও শিমরন হেটমায়ার, রংপুর রাইডার্সে এসেছেন আন্দ্রে রাসেল, জেমস ভিন্স ও টিম ডেভিড। তবে প্লে অফে ওঠা আরেক দল চিটাগং কিংস এই হুজুগে মাতছে না। আগে থেকেই দলে যে বিদেশিরা আছে, তাদেরকে নিয়েই বাকি টুর্নামেন্ট শেষ করতে চায় চিটাগং।
বরিশালের কাছে প্রথম কোয়ালিফায়ারে হারের পর সংবাদ সম্মেলনে চিটাগং কিংস অধিনায়ক মোহম্মদ মিঠুন বলেন, ‘এখন পর্যন্ত এমন (বিদেশি ক্রিকেটার আনার) পরিকল্পনা নেই। আমরা আসলে এটায় বিশ্বাসীও না। শুধু বড় নাম হলেই হয় না। আমাদের যে বিদেশি ক্রিকেটাররা আছে, তারা পুরো টুর্নামেন্টটা খেলছে। এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। আমরা এটা বিশ্বাস করি না যে বড় নাম আনলেই ওরা ডেলিভার করে দেবে। নাও তো করতে পারে।’
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- আন্দ্রে রাসেল