দেশ ছাড়া অবৈধ বিদেশিদের মধ্যে বেশিরভাগই ভারত-চীনের নাগরিক
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬
বাংলাদেশে অবৈধ বিদেশিদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (নিরাপত্তা ও বহিরাগমন) আহ্বায়ক করে ১১ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছে।
গত কয়েক মাস থেকেই অবৈধ বিদেশিদের বাংলাদেশের আইনে বৈধ হওয়ার নোটিস দিয়ে আসছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। বৈধতা অর্জনের সময়সীমা ৩১ জানুয়ারি অতিক্রান্ত হওয়ার পর এই টাস্কফোর্স গঠন করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।