![](https://media.priyo.com/img/500x/https://cdn.deshrupantor.net/contents/cache/images/900x505x1/uploads/media/2025/02/03/877cc26c16d49ee13e08072f666a1a62-67a0fb819d9b4.jpg?jadewits_media_id=93705)
ক্যানসারে সচেতনতাই সেরা প্রতিরক্ষা
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪
৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি নিয়ে আমাদের দেশেও হচ্ছে নানা আয়োজন। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘ইউনাইটেড বাই ইউনিক’। দেশে প্রতি এক লাখ মানুষের মধ্যে ১০৬ জনের ক্যানসার আক্রান্তের তথ্য উঠে এসেছে এক গবেষণায়। গবেষণায় বলা হচ্ছে, বছরে প্রতি লাখে নতুন করে ক্যানসার আক্রান্ত হচ্ছেন ৫৩ জন, আর মোট মৃত্যুর ১২ শতাংশের জন্য দায়ী এই রোগ। ১ ফেব্রুয়ারি বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশে ক্যানসারের বোঝা : জনসংখ্যাভিত্তিক ক্যানসার রেজিস্ট্রি’ শীর্ষক এক গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। দেশে ৩৮ ধরনের ক্যানসারে মানুষ আক্রান্ত হয় জানিয়ে গবেষণায় বলা হয়, এর মধ্যে স্তন, মুখ, পাকস্থলী, শ্বাসনালি ও জরায়ুমুখ ক্যানসার রোগীর সংখ্যা বেশি।