 
                    
                    জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ২১৮ কোটি ৫২ লাখ ডলার
                        
                            বণিক বার্তা
                        
                        
                        
                         প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩
                        
                    
                চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহে যে উল্লম্ফন দেখা গিয়েছিল জানুয়ারিতে এসে সেটি কিছুটা ভাটা পড়েছে। জানুয়ারিতে প্রবাসী বাংলাদেশীরা দেশে পাঠিয়েছেন ২১৮ কোটি ৫২ লাখ ডলার। গত অর্থবছরের একই মাসে ২১১ কোটি ৩১ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছিল। সে হিসাবে গত মাসে রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩ দশমিক ৪১ শতাংশ।
গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারে পতন হওয়ার পর থেকে দেশে রেমিট্যান্স প্রবাহে বড় প্রবৃদ্ধি দেখা গিয়েছিল। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরেও প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাস তথা জুলাই-ডিসেম্বর সময়ে রেমিট্যান্সের প্রবৃদ্ধি ছিল সাড়ে ২৭ শতাংশেরও বেশি। রেমিট্যান্স কম আসায় জানুয়ারি শেষে এ প্রবৃদ্ধি ২৩ শতাংশের ঘরে নেমে এসেছে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                