যুক্তরাষ্ট্রে ভারতীয় প্রযুক্তিমানবদের স্বপ্নভঙ্গ

প্রথম আলো সৈয়দ ফ্যায়জান প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮

যুক্তরাষ্ট্রের উচ্চদক্ষতাসম্পন্ন কর্মী ভিসাকে বলা এইচ-ওয়ান বি ভিসা। এই ভিসা নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্ক ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) আন্দোলনের গভীর বিভাজনকে তুলে ধরেছে। একসময় ‘আদর্শ সংখ্যালঘু’ হিসেবে প্রশংসিত ভারতীয় প্রযুক্তিকর্মীরা এখন তীব্র মতাদর্শিক বিভক্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।


এই বিতর্কের এক পক্ষ অভিবাসনকে শুধু প্রযুক্তিশিল্পের প্রয়োজনীয়তার খাতিরে হলেও সমর্থন করেন। আরেক পক্ষ জাতীয়তাবাদের শুদ্ধতা রক্ষার লোকেরা। তাঁরা অভিবাসনকে হুমকি হিসেবে দেখেন। এই বিতর্ক যুক্তরাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক মতবিরোধের প্রতিফলন।


ভারতীয় অভিবাসীদের উত্থানকে কোনো আকস্মিক ঘটনা হিসেবে দেখলে ভুল হবে। এটা ছিল উচ্চশিক্ষিত ভারতীয়দের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা ও যুক্তরাষ্ট্রের উদার অভিবাসন নীতির মিলিত ফল। ১৯৬৫ সালের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট জাতিগত কোটার বিলুপ্তি ঘটিয়ে দক্ষ পেশাদারদের জন্য যুক্তরাষ্ট্রের দ্বার উন্মুক্ত করেছিল। ভারতীয় প্রকৌশলী, চিকিৎসক ও বিজ্ঞানীরা এই সুযোগ গ্রহণ করে মার্কিন জ্ঞানভিত্তিক অর্থনীতিতে নিজেদের প্রতিষ্ঠিত করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও