You have reached your daily news limit

Please log in to continue


নতুন এআই টুল ‘ডিপ রিসার্চ’ আনল ওপেনএআই

এবার গবেষণার জন্য নতুন এক এআই টুল চালু করেছে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কোম্পানি ওপেনএআই।

রোববার ‘ডিপ রিসার্চ’ নামের এই নতুন এআই টুল চালু করেছে কোম্পানিটি। তারা বলেছে, জটিল কাজের জন্য ইন্টারনেটে নানা ধরনের পদক্ষেপ নিয়ে গবেষণা পরিচালনা করবে এই নতুন টুলটি।

‘ডিপ রিসার্চ’ টুলটি ওয়েব ব্রাউজিং ও ডেটা বিশ্লেষণের জন্য অপটিমাইজ করা ওপেনএআইয়ের আসন্ন ‘ও৩’ মডেলের সংস্করণের মাধ্যমে চলবে বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।

ওপেনএআই জানিয়েছে, টুলটি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের একটি প্রম্পট দিতে হবে এবং কোম্পানিটির নিজস্ব চ্যাটবট চ্যাটজিপিটি গবেষণা বিশ্লেষকের স্তরে গিয়ে কোনো প্রতিবেদন তৈরিতে টেক্সট, ছবি ও পিডিএফের মতো বেশ কয়েকটি অনলাইন উৎসের খোঁজ, বিশ্লেষণ ও তা সমন্বয় করে কাজ করবে।

কোম্পানিটি আরও বলেছে, “দশ মিনিটের মধ্যে কাজ সম্পন্ন করতে পারে এই টুল, যেখানে একজন মানুষের জন্য অনেক ঘণ্টা সময় লেগে যায়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন