অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নিরাপত্তায় কঠোর অবস্থানে গুগল

প্রথম আলো প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৮

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা যাতে নিরাপদে অ্যাপ ব্যবহার করতে পারেন, সে জন্য গুগল প্লে স্টোরে প্রদর্শনের আগেই অ্যাপটি ক্ষতিকর কি না, তা যাচাই করে থাকে গুগল। কিন্তু গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে মাঝেমধ্যেই বিভিন্ন ক্ষতিকর অ্যাপ জায়গা করে নেয় প্লে স্টোরে। এর ফলে স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে তথ্য চুরির পাশাপাশি বিভিন্ন ধরনের সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। আর তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে গুগল।


গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে ২০২৪ সালে প্লে স্টোরে প্রকাশ করতে আগ্রহী ২৩ লাখ ৬০ হাজারের বেশি অ্যাপ বাতিল করা হয়েছে। শুধু তা–ই নয়, ক্ষতিকর অ্যাপ প্রকাশের চেষ্টা করা ১ লাখ ৫৮ হাজারের বেশি অ্যাপ নির্মাতার (ডেভেলপার) অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।


গুগলের দাবি, প্লে স্টোরে অনিরাপদ অ্যাপ প্রবেশ বন্ধ করতে আগের বছরগুলোর তুলনায় কঠোর নীতিমালা অনুসরণ করা হচ্ছে। শুধু তা–ই নয়, অ্যাপ নির্মাতাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার ফলে বর্তমানে গুগল প্লে স্টোরে ইনস্টল হওয়া ৯১ শতাংশ অ্যাপই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ নিরাপত্তাব্যবস্থা সমর্থন করে থাকে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও