You have reached your daily news limit

Please log in to continue


যে সবজি চোখের ওপর রাখলে ডার্ক সার্কেল উধাও

আপনার বয়স কম হোক কিংবা বেশি— চোখের নিচের কালচে ভাব পছন্দ নয় কারওই। কনসিলার দিয়ে ডার্ক সার্কেল ঢাকতেও ভালো লাগে না বারবার। এ ছাড়া প্রতিদিন রাতে আইক্রিম মেখে ঘুমাতে গেলেই যে চোখের নিচের কালো ছোপ দূর হয়ে যাবে, সেটিও নয়, তা হলে সমাধান কী? 

অত্যধিক পরিমাণে মানসিক চাপ, অতিরিক্ত স্ক্রিন টাইম, অপুষ্টি, অযত্ন, ডিহাইড্রেটেশন—এসবই ডার্ক সার্কেলের জন্য অবশ্যই এর সমাধান আছে। এ বিষয়ে স্পষ্ট যে, লাইফস্টাইলে পরিবর্তন এলে ডার্ক সার্কেলের সমস্যা এড়ানো যাবে। তার সঙ্গে প্রতিদিন চোখের ওপর আলুর টুকরা দিয়ে রাখুন। শুনলে অবাক হবেন, আলু ডার্ক সার্কেল দূর করতে উপযোগী।

আলুর মধ্যে একাধিক পুষ্টি রয়েছে, যা চোখের চারপাশের চামড়ার জন্য উপকারী। বিশেষ করে, এই সবজির মধ্যে ভিটামিন 'সি' রয়েছে, যা ত্বককে উজ্জ্বল করে তোলে। আর আলুতে থাকা ভিটামিন 'কে' চোখের চারপাশের ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। অনেক সময় দেহে ভিটামিন 'বি৩'-এর ঘাটতি থাকার জন্যও ডার্ক সার্কেল জোরালো হতে থাকে। এ সমস্যাও দূর করে দেয় আলু। 

আর চোখের ওপর আলু লাগালেও ত্বক শোষণ করে নেবে। এ ছাড়া আলুর মধ্যে নিয়াসিন রয়েছে, যা ত্বকের যে কোনো দাগছোপ দূর করতে সাহায্য করে। শুধু ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে যে আলু উপকারী, তা কিন্তু নয়। চোখের ফোলাভাবও কমিয়ে দেয় আলু। যখন আপনি চোখের ওপর আলুর টুকরা রাখবেন, তখন ত্বক তরল শুষে নেয় এবং ফোলাভাব কমায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন