You have reached your daily news limit

Please log in to continue


অতিরিক্ত খেলনা শিশুর জন্য ক্ষতিকর কেন, এ ক্ষেত্রে কী করবেন

আদরের শিশুকে ভালোবেসে কত কী-ই না কিনে দেন আপনি। আপনজনদের কাছ থেকে বহু খেলনা উপহার পায় শিশু। আবার আপনার সঙ্গে দোকানে গেলে বাহারি খেলনা কিনে দেওয়ার জন্য বায়নাও ধরে। অনেক সময় বাধ্য হয়ে কিনে দিতে হয় সেসব খেলনা। শিশু খেলনা ছড়িয়ে–ছিটিয়ে খেলবে, এটাই স্বাভাবিক। তবে খেলনা যদি হয় অতিরিক্ত, তখন ব্যাপারটা কী দাঁড়ায়?

শিশুর মানসিক বিকাশের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এ সময় প্রয়োজনমাফিক সবকিছু শিশুকে নিশ্চয়ই দেবেন। তবে প্রাচুর্য শিশুর জন্য নেতিবাচক হয়েও দাঁড়াতে পারে; বরং শিশুকে এমনভাবে গড়ে তুলতে পারেন, যাতে সে নিজের ইচ্ছার পাশাপাশি অন্যের ইচ্ছাকেও গুরুত্ব দিতে শেখে। বস্তুগত জিনিসের প্রতি যাতে শিশুর অতিরিক্ত আকর্ষণ সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখুন। মানবতা ও সৃজনশীলতার চর্চাও কিন্তু হতে পারে খেলনার মাধ্যমেই। শিশুর বিকাশে খেলনার নানামুখী ভূমিকা প্রসঙ্গে বলছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. জসিম উদ্দীন।

খেলনা বেশি হলে ক্ষতি কী

অতিরিক্ত খেলনা থাকলে শিশু হয়তো এখনই একটা খেলনা নেবে, খানিক বাদেই ঝুঁকে পড়বে অন্য একটায়। এতে তার নির্দিষ্ট কোনো দিকে মনোযোগ দেওয়ার ক্ষমতা বাধাগ্রস্ত হতে পারে। অস্থির আচরণ করতে পারে। আবার শিশু যখনই যে খেলনা কিনতে চায়, তক্ষুনি যদি তা পেয়ে যায়, তাহলে সে এতেই অভ্যস্ত হয়ে পড়তে পারে। পরবর্তী সময়ে কোনো কিছু না পাওয়ার অনুভূতি তার ভেতর নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সামাজিক পরিসরে অন্যদের সঙ্গে মিশতে গিয়ে অসুবিধা হতে পারে তার। বস্তুগত জিনিসের প্রতি মোহও গড়ে উঠতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন