৫ মিনিটে ডাস্টবিন পরিষ্কার করবেন যেভাবে

যুগান্তর প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৪

বাড়ির ময়লা-আবর্জনা ফেলতে প্রায় সবার ঘরেই ডাস্টবিন রাখা থাকে। রান্নাঘর, বেডরুম, ব্যালকনি কিংবা ঘরের বাইরেও রাখা হয় আবর্জনার ঝুড়ি। তবে দীর্ঘদিন ওসব ডাস্টবিন পরিষ্কার না করলে একসময় গন্ধ ছড়ায়, পোকামাকড় জন্মায়। তখন সেই বিন ধুতেও কত ঝক্কি।


ডাস্টবিন পরিষ্কার করার জন্য সবার আগে কিছু উপকরণ লাগবে—গরম পানি, তরল সাবান বা ডিটারজেন্ট, স্ক্রাবিং ব্রাশ, প্লাস্টিকের গ্লাভস, পরিষ্কার কাপড়, অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত অপরিহার্য তেল।



  • বিন পরিষ্কার করার আগে হাতে গ্লাভস পরে নিন। এতে আপনার হাতে ও নখে ডাস্টবিন থেকে ময়লা ও জীবাণু যাবে না। গন্ধ তীব্র হলে মাস্কও পরতে পারেন।

  • ডাস্টবিনে পড়ে থাকা সমস্ত আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে দিন। আবর্জনা সংগ্রহকারী এলে তাকে প্রতিদিন আবর্জনা দিন যাতে এই আবর্জনা ডাস্টবিনে পড়ে না থাকে।

  • এবার কলের নিচে রেখে ডাস্টবিনে পানি ঢালুন। এতে সব ময়লা দূর হবে। টয়লেটে জেট স্প্রে ব্যবহার করা ভাল। পানির চাপ বেশি হলে বিনে আটকে থাকা ময়লা ও খাবারের কণা দ্রুত বেরিয়ে যাবে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও