জেনে নিন পিঠের ব্যথার ঘরোয়া সমাধান

যুগান্তর প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৪

আপনার অফিসের কাজের চাপের কারণে অনেকেই পিঠে ব্যথার সমস্যায় ভুগে থাকেন। মূলত অনেকক্ষণ বসে থাকার কারণে পিঠে ব্যথা হয়, আর পিঠে ব্যথা হওয়ার কারণে কাজের ক্ষমতাও কমতে থাকে। সে কারণে এ সময় সোজা হয়ে দাঁড়ানো খুব সমস্যা তৈরি সৃষ্টি হয়। এবার জেনে নিন কীভাবে কমাবেন পিঠের ব্যথা? 


বরফ—


যদি আপনার পিঠে প্রচণ্ড ব্যথা করে, আর ব্যথা কমানোর কোনো সম্ভাবনা না দেখেন এবং পিঠ ফুলে যায়, তা হলে দ্রুত একটা বরফের প্যাক লাগাতে পারেন। একটি তোয়ালেতে বরফ মুড়ে পিঠে লাগাবেন। তা হলে খুব সহজেই ব্যথা কমে যাবে। 


রসুন— 


আর পিঠের ব্যথা দূর করতে প্রত্যেক দিন সকালে খালি পেটে দুই থেকে তিন কোয়া রসুন খেলেও দূর হবে। আবার নারিকেল তেল, সর্ষের তেল কিংবা তিলের তেল গরম করে পিঠে ম্যাসাজ করতে পারেন। এতেও আপনার পিঠে ব্যথা খুব সহজেই কমে আসবে।


ব্যায়াম—


আবার ব্যায়াম যদি আপনি নিয়মিত করে থাকেন, তা হলে আপনার পিঠে ব্যথা হবে না। এমনকি পেটেরও ব্যায়াম করলে পিঠে ব্যথা হয় না। তাই যখন ব্যায়াম করবেন পিঠ ও পেট— দুটোরই একসঙ্গে করবেন। প্রতিদিন ব্যায়াম করলে আপনার পিঠে ব্যথা থাকবে না। সেই সঙ্গে মানসিকভাবেও আপনি সুস্থ থাকবেন।  তবে হার্টের সমস্যা থাকলে ব্যায়াম করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও