You have reached your daily news limit

Please log in to continue


এখন কেমন আছেন ফরিদা পারভীন

বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের শ্বাসকষ্ট দেখা দিলে গত শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আইসিইউতে নেন। গতকাল (২ ফেব্রুয়ারি) ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম শিল্পীর ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন।

ফরিদা পারভীন এখন কেমন আছেন জানতে চাইলেন গাজী আবদুল হাকিম আজ (৩ ফেব্রুয়ারি) দুপুরে জাগো নিউজকে বলেন, ‘ক্রমেই ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তারপরেও তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আশা করা যাচ্ছে দুয়েকদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে বাসায় যাওয়া জন্য অনুমতি পাওয়া যাবে।’

১ ফেব্রুয়ারি ফরিদা পারভীনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে পানি জমেছে। এছাড়া তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে তাৎক্ষণিক কিছু পরীক্ষা-নিরীক্ষার পর আইসিইউতে নেওয়া হয়। শিল্পীর ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে। অন্যদিকে ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা রয়েছে তার। বর্তমানে তিনি একজন বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে। তার অবস্থা কিছুটা জটিল। চিকিৎসকেরা তাকে ডায়ালাইসিসের পরামর্শ দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন