You have reached your daily news limit

Please log in to continue


স্বয়ংক্রিয়ভাবে ১ হাজার চাকরির আবেদন করল এআই, ঘুম ভেঙে সারপ্রাইজ পেলেন যুবক

দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলগুলোর ব্যবহার এখন অত্যন্ত সাধারণ বিষয় হয়ে উঠেছে। কনটেন্ট তৈরি থেকে শুরু করে সিভি, কভার লেটার এবং চাকরির আবেদন সম্পর্কিত বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে সাহায্য করছে এআই। এবার চাকরির আবেদন ক্ষেত্রে এআই ব্যবহারে আরও একধাপ এগিয়ে গেছেন এক তরুণ। পরীক্ষামূলকভাবে চাকরি খোঁজার পুরো প্রক্রিয়া একটি বটের হাতে ছেড়ে দিন তিনি। এর ফলে ঘুমিয়ে ঘুমিয়েই স্বয়ংক্রিয়ভাবে ১ হাজারটি চাকরির জন্য আবেদন পাঠাতে পারলেন এই তরুণ। আর এক মাসের মধ্যেই ৫০টি চাকরির ইন্টারভিউয়ের ডাকও পেলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’–এ নিজের উদ্ভাবন সম্পর্কে পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি বলেন, এই এআই বটটি দিয়ে প্রতিটি চাকরির বর্ণনার সঙ্গে মানানসই সিভি, কভার লেটার তৈরি করা যাবে সহজেই। এআইয়ের সাহায্য সেগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা নিয়োগকারীদের নজরে আসার সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়।

একটি শব্দও টাইপ না করে এআই বটের মধ্যে প্রতি রাতে শত শত চাকরির জন্য আবেদন করতে পেরেছিলেন ওই ব্যক্তি। সকালে তিনি তার ইনবক্সে হাজারো আবেদন দেখতে পেতেন। প্রতিটি চাকরির জন্য আবেদনটি কাস্টমাইজড করে তৈরি দিত এআই বটটি।

এভাবে চাকরি আবেদন প্রক্রিয়াটিকে অনেক বেশি কার্যকরী। ফলে একই সঙ্গে একাধিক চাকরির জন্য আবেদন করতে পারছিলেন ওই ব্যক্তি এবং অন্য কাজের ওপর মনোযোগ দিতে পারছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন