ঋতু পরিবর্তনে অসুস্থ হলে যা করতে হবে
জ্বর, ঠাণ্ডা, সর্দি, কাশির মতো সাধারণ অসুস্থতায় সাধারণত ডাক্তারের পরামর্শ নেওয়ার দরকার পড়ে না।
তবে সাধারণ ওষুধ খেয়েও এই ধরনের রোগ না সারলে, চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পাশাপাশি রোগ নির্ণয়ের জন্য পরীক্ষারও প্রয়োজন পড়ে।
কিন্তু সেটা বোঝার উপায় কী?
প্রশ্নের উত্তর দিতে গিয়ে সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জরুরি বিভাগের চিকিৎসক ও জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি’র সহযোগী অধ্যাপক ডা. লিয়ানা ওয়েন বলেন, “শ্বাসযন্ত্রের এরকম সংক্রামক ব্যধির জন্য তেমন কোনো পরীক্ষার দরকার হয় না। শত শত রকমের ভাইরাস থেকে সাধারণ ঠাণ্ডা-কাশির সমস্যা হতে পারে।”
“তবে যারা কোভিড-১৯ বা ইনফ্লুয়েঞ্জা’র জন্য অ্যান্টিভাইরাল চিকিৎসার ক্ষেত্রে নির্বাচিত হয়েছেন তাদের অবশ্যই পরীক্ষা করাতে হবে। এসব রোগীরা এই দুই ধরনের ভাইরাস থেকে মারাত্মক অসুস্থতায় পড়তে পারেন। এছাড়া যাদের অন্যান্য অসুস্থতা আছে এবং বয়সে বৃদ্ধ তাদের সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে”- পরামর্শ দেন এই চিকিৎসক।
যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাবে এবং অ্যান্টিভাইরাল ওষুধ গ্রহণ করা সম্ভব হবে ততই সমস্যা দ্রুত দূর করা যাবে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- অসুস্থতা
- ঋতু পরিবর্তন