নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে এসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আজ সোমবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট।
গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন ব্লেয়ার হাউসে নেতানিয়াহুকে স্বাগত জানানো হয়।
দেশ ছেড়ে যাওয়ার আগে বিমানবন্দরে নেতানিয়াহু সাংবাদিকদের জানান, 'এটা খুবই জরুরি বৈঠক।'
'শপথ নেওয়ার পর এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম কোনো বিদেশি নেতার সঙ্গে বৈঠক। এতেই বোঝা যাচ্ছে ইসরায়েল-আমেরিকার সংহতি কতটা শক্তিশালী। একইসঙ্গে, এটা আমাদের দুইজনের ব্যক্তিগত বন্ধুত্বেরও বড় প্রমাণ।'