দিনাজপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রাক চালক ও সহকারীর
দিনাজপুরে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও তার সহকারী নিহত হয়েছে।
সোমবার রাত ২টার দিকে বিরামপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের পরিচয় জানা যায়নি। তার সহকারীর নাম আরিফ; তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়ার ভজনপুরের আশরাফুল ইসলামের ছেলে।
বিরামপুর থানার ওসি মমতাজুল ইসলাম জানান, পাথর বোঝাই একটি ট্রাক বিরামপুর-ঘোড়াঘাট সড়কের রেল ক্রসিং পার হওয়ার সময় ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও সহকারী নিহত হয়।
পঞ্চগড় থেকে ছেড়ে আসা ট্রেনটি ঘটনার সময় ঢাকার পথে ছিল জানিয়ে ওসি মমতাজুল বলেন, রাতে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।