অনিশ্চয়তার চক্করে গভীর হচ্ছে অর্থনীতির সঙ্কট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৮

জাতীয় রপ্তানি ট্রফি পাওয়া পোশাক খাতের রপ্তানিমুখী কোম্পানি শাশা ডেনিমস নতুন কারখানা খোলার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের জন্য ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল ২০২৪ সালের শুরুতে। কিন্তু পরিবর্তিত বাস্তবতায় সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ।


এর কারণ ব্যাখ্যা করে তিনি বললেন, “ঋণ নিয়ে তারপর উচ্চ হারে সুদ দিয়ে ব্যবসা ভায়াবল করা সম্ভব না।”


শাশা ডেনিমসের তিনটি ডাইং ইউনিটে বর্তমানে ১ হাজার ৬০০ কর্মী কাজ করছেন। ২০২২-২৩ অর্থবছরে এ কোম্পানির বার্ষিক আয় ছিল ৭৮৮ কোটি টাকা।


ব্যবসা বাড়াতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ২১০টি নতুন লুমের একটি কারখানা তৈরির চেষ্টা করছিল তারা; পরিকল্পনা ছিল এর মাধ্যমে আরও প্রায় সোয়া কোটি ডলারের আয় বাড়ানো। পাশাপাশি আরও একটি পোশাক কারখানায় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ।


এর মাধ্যমে ৪০০ কোটি টাকার টার্নওভার বাড়বে এবং দুই হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে তাদের আশা ছিল। তবে ১৪ শতাংশ পেরিয়ে যাওয়া সুদহার বাদ সেধেছে শতভাগ রপ্তানিমুখী ও পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির পরিকল্পনায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও