
বাংলাদেশ সফরে আসছে ডাচ বাণিজ্য প্রতিনিধিদল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৮
নেদারল্যান্ডসের একটি বাণিজ্য প্রতিনিধিদল আগামী ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবে। নেদারল্যান্ডস সার্কুলার টেক্সটাইল ট্রেড মিশনের অধীনে ১৮টি ডাচ কোম্পানি ছাড়াও এই সফরে থাকবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, পোশাক ব্র্যান্ড, বিনিয়োগকারী এবং সার্কুলার ফ্যাশন নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। এই মিশনের উদ্দেশ্য হলো বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল খাতের সঙ্গে ব্যবসায়িক সহযোগিতাকে উৎসাহিত করা।
এই বাণিজ্যিক সফরের আয়োজক বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাস এবং নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সি (আরভিও)। তাছাড়া সহযোগী হিসাবে রয়েছে এক্সপোর্ট পার্টনার, ক্লিন অ্যান্ড ইউনিক, বিজিএমইএ এবং বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই)।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- প্রতিনিধিদল