প্রথম বিদেশ সফরে সৌদি আরবে সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৯

সিরিয়ার নতুন নিয়োগপ্রাপ্ত অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেছেন। সফরে তার সঙ্গী হয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি।


সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা জানিয়েছে, সফরকালে আল-শারা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।


সামাজিক মাধ্যম এক্স এ সিরিয়ার প্রেসিডেন্ট দপ্তরের পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, আল-শারা ও তার পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পথে আছেন।


সিরিয়ার ক্ষমতা থেকে বাশার আল-আসাদকে উচ্ছেদ করার প্রায় দুই মাস পর আল-শারাকে দেশটির অন্তর্বর্তী পর্যায়ের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। ক্ষমতা থেকে আসাদকে উৎখাতে চালানো অভিযানে অংশ নেওয়া সামরিক কমান্ডারদের বুধবারের এক সম্মেলনে এ সিদ্ধান্ত হয়।


ওই অভিযানে নেতৃত্ব দেওয়া ইসলামপন্থি হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর প্রধান নেতা আল-শারা। এইচটিএস জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সাবেক শাখা।


সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে নুসরা ফ্রন্ট দেশটিতে আল কায়েদার শাখা ছিল। নুসরা ফ্রন্ট ২০১৬ সালে আল কায়েদার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামে পরিচিত হয়ে ওঠে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও