প্রতিপক্ষের ১২ খেলোয়াড় মাঠে, রেফারির ‘অভাবনীয়’ ভুলে ক্ষুব্ধ ফন পার্সি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩১
জয়ের দুয়ারে গিয়ে ফর্চুনা সিটার্ডের বিপক্ষে পয়েন্ট হারানোর পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন হিরেনভিনের কোচ রবিন ফন পার্সি। ম্যাচ অফিসিয়ালরা ভুল করে ফরচুনার ১২ জন খেলোয়াড়কে মাঠে নামার সুযোগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের সাবেক এই ডাচ ফরোয়ার্ড।
নেদারল্যান্ডসের শীর্ষ লিগে শনিবারের ম্যাচটির ৮৮তম মিনিটের ঘটনা এটি। তখন ২-১ ব্যবধানে এগিয়ে ফন পার্সির হিরেনভিন। একসঙ্গে দুটি পরিবর্তন আনে ফর্চুনা। রায়ান ফসসো ও ইয়াসপের ডালহাউসের জায়গায় মাঠে নামেন দারিও গ্রুজচিচ ও ওয়েন জনসন। কিন্তু ডালহাউস তখনই মাঠ ছেড়ে যাননি, আরও প্রায় এক মিনিট খেলেন তিনি।