ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের শুল্ক নীতিতে চীনকে বড় ধরনের অর্থনৈতিক চাপে পড়তে হয়েছিল। এবার তিনি যখন আবার হোয়াইট হাউজে ফিরেছেন, তখন চীন আগের মতো আর অসহায় নয়, বরং লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত।
চীনের পূর্ব উপকূলে এক কারখানায় তৈরি হচ্ছে আমেরিকান কাউবয় বুট। নিখুঁতভাবে চামড়া কাটা, সেলাই ও সংযোজনের শব্দে মুখরিত কারখানাটি একসময় বছরে প্রায় ১০ লাখ বুট বিক্রি করতো। কিন্তু ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে এখন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত।