জার্মানিতে ব্যর্থ হলো কঠোর অভিবাসন নীতি পরিকল্পনা
তিন দিন ধরে জার্মানিতে কঠোর অভিবাসন ও শরণার্থী নীতি নিয়ে যে রাজনৈতিক অসন্তোষ দেখা দিয়েছিল, আপাতত তা থামবে বলে মনে করা হচ্ছে। জার্মান পার্লামেন্ট বা রাইখট্যাগে গত শুক্রবার বিকেলে প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার মতো সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে ব্যর্থ হয়েছে।
তবে শুক্রবার সন্ধ্যায় কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে দেশটির নানা শহরে হাজার হাজার মানুষের বিক্ষোভ হয়েছে। গতকাল শনিবার আবারও নানা শহরে বিক্ষোভের আয়োজন করা হয়েছে।
গত ২৯ জানুয়ারি জার্মান পার্লামেন্টে অভিবাসন ও শরণার্থী নীতিবিরোধী পরিকল্পনার প্রস্তাবটি করেছিল দেশটির অন্যতম বড় দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা সিডিইউ। আর প্রস্তাবটি সংসদে পাস করার জন্য সহয়তা করেছে জার্মানির কট্টর রক্ষণশীল অভিবাসীবিরোধী অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড দলটি। এ দল ইতিমধ্যেই দেশটিতে নব্য নাৎসি ও কট্টর অভিবাসীবিরোধী দল হিসেবে পরিচিতি পেয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অভিবাসন
- অভিবাসন সঙ্কট