এক চার্জে ১৮ দিন চলবে স্মার্টওয়াচ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৮
জনপ্রিয় গ্যাজেট সংস্থা শাওমির সাব-ব্র্যান্ড রেডমি আনছে নতুন স্মার্টওয়াচ। রেডমি ওয়াচ ৫ লাইট আসছে অসংখ্য গুরুত্বপূর্ণ ফিচারসহ। এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ বৃষ্টিতে ভিজলে কিংবা সাঁতার কাটলেও নষ্ট হবে না রেডমি ওয়াচ ৫ লাইট স্মার্টওয়াচ।
এই স্মার্টওয়াচে থাকতে চলেছে ১.৯৬ ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন। একটি চৌকো আকৃতির ডিসপ্লে থাকতে চলেছে এই স্মার্টওয়াচে। থাকবে জিপিএস ফিচার। অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচের স্ক্রিনে। রেডমির এই স্মার্টওয়াচের ডানদিকের সাইডের অংশে একটি ফাংশনাল বাটন রয়েছে। ইনবিল্ট জিপিএস কানেক্টিভিটি রয়েছে এই স্মার্টওয়াচে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টওয়াচ