মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসার বলিউড ডেবিউয়ে মেগা চমক, হিরো কে জানেন?
eisamay.com
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫২
মহাকুম্ভে মালা বিক্রি করতে এসে ভাইরাল হয়েছিলেন মন ভোলানো সুন্দর চোখের সেই মোনালিসা। এরপর রাতারাতি জীবন বদলেছে তাঁর। বলিউডে সুযোগ পেয়েছেন তিনি। মহাকুম্ভ থেকে বলিউডে পাড়ি দেওয়ার এই সফরে কে হবেন মোনালিসার সঙ্গী? ডেবিউ ছবিতে কাকে নায়ক হিসেবে পাচ্ছেন তিনি? জানা গিয়েছে, অমিত রাওই হবেন মোনালিসার প্রথম ছবির হিরো।
তিনি অভিনেতা রাজকুমার রাওয়ের ভাই। ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ নামে এই ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন সনোজ মিশ্র। ফেব্রুয়ারি মাস থেকেই ছবিটির শুটিং শুরু হবে বলে সূত্রের খবর।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল