প্রাচ্যনাটের ২৯ বছরে মাসব্যাপী আয়োজন
প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীন ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন ‘প্রাচ্যনাট’ নাট্যদল। দেখতে দেখতে সেই যাত্রার ২৯ বছর হয়ে গেল। এই উপলক্ষে প্রাচ্যনাট ফেব্রুয়ারি থেকে এক মাসব্যাপী উদযাপনের আয়োজন করেছে।
গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ‘পুলসিরাত’ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়। নাটক প্রদর্শনীর আগে সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বালন ও উদ্বোধনী গানের আয়োজনও ছিল।
আগামী ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় প্রাচ্যনাট মহড়াকক্ষে মঞ্চস্থ হবে নাটক ‘রিড ইন দ্য নেম অব মাই ডেথ’। এরপর রাত ৮টায় থাকবে গান ও আড্ডার আয়োজন।
১৫ ফেব্রুয়ারি বগুড়া শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৭টায় ‘খোয়াবনামা’ নাটক প্রদর্শিত হবে। পরদিন ১৬ ফেব্রুয়ারি একই নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে। ২১ ফেব্রুয়ারি বিকেল ৫টায় মহিলা সমিতির বহিরাঙ্গনে অর্কেস্ট্রা পরিবেশনা এবং প্রাচ্যনাটের গান থাকবে। সেদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ‘কিনু কাহারের থেটার’।