‘ছি ছি ছি রে ননী’ ছড়াচ্ছে সোশাল মিডিয়া থেকে বনভোজনে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৪

দুই দশক আগের একটি গান তুমুল সাড়া তুলেছে সোশাল মিডিয়ায়।


‘ছি ছি ছি রে ননী ছি’ শিরোনামের উড়িয়া ভাষার গানটি কেবল সোশাল মিডিয়ার রিলে নয়, বিভিন্ন গানের অনুষ্ঠান, জন্মদিন বা বনভোজনেও গাওয়া হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে।


এই গানের অর্থ তুলে ধরেছে কলকাতার সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা।


গানটি গেয়েছেন উড়িয়া সঙ্গীত শিল্পী সত্য অধিকারী। উড়িষ্যার সম্বলপুর অঞ্চলের লোকসংগীত এটি।


গানের মূল ভাব হল এক প্রেমিকের প্রেম ভাঙার হাহাকার। যিনি প্রেমিকাকে দোষারোপ করেছেন গানজুড়ে।


এই গান প্রথম রেকর্ড করা হয় ১৯৯৫ সালে। পরে ২০০৫ সালে গানটির মিউজিক ভিডিও তৈরি করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও