You have reached your daily news limit

Please log in to continue


৮ ছক্কায় কর্ণধারকে কতটা সন্তুষ্টি দিতে পারলেন পারভেজ

তাইজুল ইসলামকে ছক্কা মেরে যখন ফিফটি পূর্ণ করলেন পারভেজ হোসেন ইমন, ড্রেসিং রুমের পাশে সোফায় বসা দলের কর্ণধার তখন সমানে তালি দিচ্ছেন। এমনিতে খুবই স্বাভাবিক দৃশ্য। ছয় ছক্কায় ঝড়ো ফিফটি করেছেন ব্যাটসম্যান, স্বত্বাধিকারীর তো খুশিই হওয়ার কথা। তবু দৃশ্যটি আলাদা করেই নজর কাড়ল অনেকের। কারণ, একটি প্রেক্ষাপট আছে, যেখানে মিশে আছে বিস্ময় আর বিতর্ক।

সপ্তাহখানেক আগে চিটাগং কিংসের কর্ণদার সামির কাদের চৌধুরি ডেইলি স্টারকে অকপটেই বলেছিলেন, তার দলের ক্রিকেটার পারভেজকে তিনি পারিশ্রমিকের এক টাকাও দেননি। ‘টাকা গাছে ধরে না’, এই কথা বলে তিনি যোগ করেছিলেন, ব্যক্তিগত ও ফ্র্যাঞ্চাইজি ইস্যুর কারণে তিনি পারভেজনকে টাকা দেননি। পাশাপাশি বলেছিলেন, তার নিজের সন্তুষ্ট হওয়ার ব্যাপারও এখানে আছে।

এবারের বিপিএলে তখনও পর্যন্ত সাত ইনিংসে পারভেজের মোট রান ছিল ১০৩, সর্বোচ্চ ছিল ৩৯। এমন পারফরম্যান্সে দলের কর্ণধার হতাশ হতেই পারেন। তবে কোনো ক্রিকেটারকে নিয়ে তার দলের মালিকপক্ষের কেউ প্রকাশ্যে এমন কথা বলেছেন, এরকম ভাষার ব্যবহার করেছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে এমন নজির আর আছে বলে মনে হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন