ভিলিয়ার্সের ব্যাটিংটা একটু বেশি ফলো করি: শামীম
কম বলে বেশি রান করার সামর্থ্যে ক্যারিয়ারের শুরুতেই নজরে পড়েছিলেন শামীম হোসেন পাটোয়ারি। তবে ধারাবাহিকতা না থাকায় জায়গা থিতু করতে পারছিলেন না। এবার বিপিএলে তাকে ধারাবাহিকভাবেই প্রভাব ফেলা রান করতে দেখা যাচ্ছে। বাঁহাতি এই ব্যাটার অপ্রথাগত শটেও কাড়ছেন নজর। বললেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবিডি ভিলিয়ার্সকে একটু বেশিই অনুসরণ করেন তিনি।
শনিবার রাতে ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগাং কিংসের ২৪ রানের জয়ে ভূমিকা ছিলো শামীমের। আগে ব্যাট করা কিংসের রান দুইশো ছাড়িয়ে নিতে ১২ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ২০৬ রান করে পরে ২৪ রানে খেলা জেতে কিংস।
৩০ রান করতে তিন চারের সঙ্গে মেরেছেন দুই ছক্কা। ক্রিজে গিয়ে নিয়মিতই র্যাম্প শট, রিভার্স স্কুপের মতন ঝুঁকিপূর্ণ শট খেলতে দেখা যায় তাকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা এই তরুণ এক প্রশ্নের জবাবে জানালেন ভিলিয়ার্সকে অনুসরণ করার কথা, 'এবি ডি ভিলিয়ার্স বলতে, আমি ওর ব্যাটিংটা একটু ফলো করি বেশি। আমার অনেক ভালো লাগে।'
এই ধরণের ব্যাট করতে সামান্য কিছু বদল এনেছেন নিজের খেলায়, 'বদল বলতে কিছু না, হেড পজিশন একটু বদল করেছে, এলবোটা একটু ঠিক করেছি আরকি।'
- ট্যাগ:
- খেলা
- ব্যাটিং
- শামীম হোসেন পাটোয়ারি