কী ঘটেছিল চট্টগ্রামের সেই বিয়ের অনুষ্ঠানে

প্রথম আলো চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৬

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় অবস্থিত নেভি কনভেনশন সেন্টারে ছেলের বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে গতকাল শনিবার রাতে আটক হন আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ার চৌধুরী। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বিয়ের নানা ঘটনা আলোচিত হচ্ছে।


জানা গেছে, অভিজাত নেভি কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ার চৌধুরীর ছেলে সৈয়দ মিনহাজুল আনোয়ারের সঙ্গে ধনাঢ্য ব্যবসায়ী ও সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের নাতনি সৈয়দা মাহবুবা হোসনে আরা মনজুরের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। মাহবুবা হোসনে আরা মনজুর আলমের বড় ছেলে নিজামুল আলমের মেয়ে। অপর দিকে বরের বাবা ফখরুল আনোয়ার চৌধুরীর আরেকটি পরিচয়, তিনি ছাত্র-জনতার আন্দোলনে পতন হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের চাচা। তাঁর ভাই ও খাদিজাতুলের বাবা প্রয়াত রফিকুল আনোয়ার চৌধুরীও সংসদ সদস্য ছিলেন।


চট্টগ্রামের দুই প্রভাবশালী পরিবারের সন্তানদের বিয়ের অনুষ্ঠান ঘিরে বর্ণাঢ্য আয়োজনের কমতি ছিল না। তবে কনভেনশন সেন্টারের সামনে জনতার বিক্ষোভ, লাঠিপেটা এরপর ফখরুল আনোয়ার চৌধুরীর আটকের ঘটনা বিয়ের আনন্দ-উচ্ছ্বাসকে ছাপিয়ে যায়। মূলত বরের গাড়িবহরে সাবেক এক সংসদ সদস্যের গাড়ি থাকার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শী, বিক্ষোভকারী ও বিয়ের আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার শুরু রাত সাড়ে ১০টায়। খবর ছড়িয়ে পড়ে, নেভি কনভেনশনে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাবেক দুই সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও খাদিজাতুল আনোয়ার। আওয়ামী লীগ সরকারের আমলের দুই সংসদ সদস্যের উপস্থিতির খবর শুনে কনভেনশন সেন্টারে জড়ো হতে থাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কর্মীরা। রাত পৌনে ১১টায় তাঁরা ঘেরাও করেন কনভেনশন সেন্টার। এ সময় সেখানে হাজির হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এমন পরিস্থিতির খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তে থাকে। একের পর এক ভিডিও দিতে থাকেন সেখানে উপস্থিত থাকা লোকজন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও